নিজস্ব প্রতিনিধিঃ
ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের কল পাড়ায় দূর্গা মুন্ডার ধানের জমিতে কে বা কারা নাশকতামূলক গাছ মারার ওষুধ দিয়ে ধানের জমি নষ্ট করে দিয়েছে। খবর পেয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ শনিবার কৃষকের ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শনে যান এবং দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন তাদের সব রকমের সহযোগিতা করার। এদিন মন্ত্রী পরিদর্শনে গিয়ে জোর দেন কৃষকের ধান জমির ইনস্যুরেন্স করার জন্য। তিনি বলেন কানি প্রতি কৃষককে মাত্র ১০ টাকা দিতে হয় আর বাকিটা রাজ্য সরকার বহন করে। এতে করে কৃষকের অনেক অনেক উপকার হয়। যেহেতু কৃষকরা অন্নদাতা তাই তাদের জমির ফসলের কোন কিছু ক্ষতির খবর শুনে তিনি তা পরিদর্শন করে কৃষি আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন এ সম্পর্কে সব তথ্য দফতরকে জানাতে যাতে দফতর কৃষকের ক্ষতিপুরন দিতে পারে। সমাজের সকলকে এ সম্পর্কে সচেতন থাকার জন্যও এদিন আহ্বান করেন তিনি।
akb tv news
18.10.2025