আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নেশা জাতীয় সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে শাসক দলের তীব্র সমালোচনায় বিরোধী দলনেতা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ   

    নয়া ইস্যু। যাদের অঙ্গুলি হেলনে এত পরিমান নেশা জাতীয় সামগ্রী রাজ্যে ঢুকছে, তাদের চিহ্নিত করা হোক বলে সংবাদ মাধ্যমের সামনে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, গতকাল জিরানিয়া রেল স্টেশনে যে এক বগি ভর্তি নেশা সামগ্রী ধরা পড়েছে, এটা শুধু বহু লক্ষ টাকা বা কোটি মূল্যের নিষিদ্ধ সামগ্রী ধরা পড়ার ঘটনা না। এই ঘটনার মধ্য দিয়ে তার পেছনে বহু ধরনের তথ্য বা ত্রিপুরার যে প্রশাসনে ও ত্রিপুরার যে বর্তমান শাসক দলের কর্তৃত্বে কি চলছে, তার বহু তথ্য বা ঘটনা এর মধ্য দিয়ে প্রমানিত হয় বলে তিনি জানান।  






    akb tv news 

    18.10.2025 

    3/related/default