নিজস্ব প্রতিনিধিঃ
দেশে স্বনির্ভর গোষ্ঠীর দিদিদের ক্ষমতায়ন, বিকশিত ত্রিপুরা নির্মাণের
লক্ষ্যে এক গুরুত্বপূর্ন পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘লাখপতি দিদি’ তৈরির
স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে শনিবার রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনে ত্রিপুরা
গ্রামীণ জীবিকা মিশনের "সমৃদ্ধি" কর্মসূচির সূচনা হয় মুখ্যমন্ত্রী ডাঃ
মানিক সাহার হাত ধরে। এই কার্য্যক্রমে বিভিন্ন গ্রামীণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের
জন্য ১৯৮ দশমিক ৬৩ কোটি টাকার ব্যাংক ঋণ অনুমোদন এবং ১০০ কোটি টাকার কমিউনিটি ইনভেস্টমেন্ট
ফান্ড প্রদান করা হয়েছে।এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, ২০১৮ সাল
থেকে আমাদের রাজ্যে গ্রামিন জিবিকা মিশনের কাজ চলছে। এতে করে প্রায় আটটির মত জাতীয়
পুরস্কার পেয়েছে আমাদের রাজ্য। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের "সমৃদ্ধি"
কর্মসূচির যে সূচনা হয়েছে তা সত্যি সত্যি ভাবেই "সমৃদ্ধি" হোক আমি এই
কামনাই করি। আমাদের রাজ্য সরকার একের পর এক উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে বলে জানান
তিনি।
akb tv news
25.10.2025

