আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হাওড়া নদীর জলের নমুনা সংগ্রহ করল ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    প্রতি বছরের মত এবছরও বিজয়া দশমী তথা প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হওয়ার পর হাওড়া নদীর জলের নমুনা সংগ্রহ করা হয় ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে।রবিবার দুপুরে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে এক প্রতিনিধি দল হাওড়া নদীতে গিয়ে নদীর জলের নমুনা সংগ্রহ করে আনে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিনিধি দলের এক সদস্য বলেন, প্রতি বছরের মত এবছরও আমরা ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রতিমা নিরঞ্জন যে জায়গা গুলিতে হয়েছে, সেই জায়গার জলের নমুনা সংগ্রহ করছি।আমাদের কাছে যে প্রাইম লোকেশন গুলো আছে দশমীঘাট, বিদ্যাসাগর সেতু। এর একটাই উদ্দেশ্য হল যে, প্রতিমা বিসর্জনের ফলে জলের গুনমানে কি পরিবর্তন হয়, তা পরীক্ষা করা হয়। শুধু আগরতলায় নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় তা করা হচ্ছে বলে তিনি জানান।   






    akb tv news 

    05.10.2025

    3/related/default