নিজস্ব প্রতিনিধিঃ
ত্রিপুরায় প্রবেশের মুখে চুরাইবাড়ি চেকপোস্টে
কলকাতা থেকে আগরতলাগামী একটি লরিতে উদ্ধার হল প্রচুর পরিমাণ নেশা সামগ্রী।ঘটনায় ধৃত
লরি চালক।গত শুক্রবার রাতে আটক করা লরিটি রবিবার সকালে সিজ দেখানো হয়।জানা গেছে, গত
শুক্রবার রাতে পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরাগামী একটি বার চাকার লরি অসমের শ্রীভূমি জেলার
চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছলে কর্তব্যরত অসম পুলিশ গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়।
প্রথমে লরিটি পিচ বোঝাই বলে দাবি করা হলেও, গভীরভাবে অনুসন্ধান চালিয়ে পিচের ড্রামের
আড়ালে মজুত পাওয়া যায় বিপুল পরিমাণ নেশা জাতীয় কফ সিরাপ।অসম পুলিশ জানিয়েছে, মোট
১৪৪টি কার্টুন থেকে উদ্ধার হয়েছে প্রায় ২১,৬০০ বোতল কফ সিরাপ। প্রতিটি কার্টুনে ছিল
১৫০টি করে বোতল। পুলিশ আটক করেছে লরি চালক সৈয়দ আফ্রিদিকে, যার বাড়ি পশ্চিমবঙ্গে।
জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, বার হাজার টাকার বিনিময়ে লরিটি পশ্চিমবঙ্গের মালদা এলাকা
থেকে নিয়ে এসেছিল এবং পণ্যটির প্রকৃত মালিক সম্পর্কে তার কোনও ধারণা নেই।
akb tv news
05.10.2025

