নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার ছিল প্রধানমন্ত্রীর ‘মন কি বাত অনুষ্ঠান’। এদিন প্রধানমন্ত্রীর ১২৭তম
পর্ব সম্প্রচারিত হয়। এদিন টাকারজলায় ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
টাকারজলা মন্ডলের ৩০ নং বুথে মন কি বাত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা যোগ দেন।
সেখানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি নির্মল দেববর্মা ও দলের নেতৃত্ব রতন ঘোষ সহ এলাকার সমস্ত
জনজাতি কার্যকর্তারা। এই অনুপ্রেরণামূলক পর্বে প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের
১৫০তম জন্ম জয়ন্তীর গুরুত্বের ওপর আলোকপাত করে আমাদের জাতির ঐক্য ও অখণ্ডতার জন্য
তাঁর অতুলনীয় অবদানের কথা স্মরণ করিয়ে দেন।‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদীজি দেশবাসীকে
আহ্বান জানিয়েছেন সবাই মিলে বন্দে মাতরম গানের মাহাত্ম্যকে আরও উজ্জ্বল করে তুলতে
এবং নিজেদের ভাবনা ভাগ করে নিতে। এদিন এলাকায় তিপ্রা মথা দল থেকে মুখ ফিরিয়ে একাংশ
জনজাতি পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি
তারা।
akb tv news
26.10.2025

