নিজস্ব প্রতিনিধিঃ
ভারতের জাতীয় স্তোত্র বা সঙ্গীত ‘বন্দেমাতরম’-এর
এবার দেড়শো বছর। আগামী ৭ই নভেম্বর বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায় লিখিত গানটির ‘জন্মদিন’। আর তার ঠিক আগেই মাসিক ‘মন কি বাত’ অনুষ্ঠানের
১২৭তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শ্রদ্ধা জানালেন এই অমর সৃষ্টিকে। পাশাপাশি
এই
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্মরণ করলেন সর্দার বল্লভভাই প্যাটেলকেও। তাঁরও এবছর সার্ধশতবর্ষ।
পাশাপাশি ছট পুজো প্রসঙ্গ কিংবা ‘এক পেড় মা কে নাম’-এর কথাও শোনা গেল নরেন্দ্র মোদির
মুখে।এদিন নরেন্দ্র মোদিকে বলতে শোনা যায়, ”বেদ ভারতীয় সভ্যতার ভিত্তি স্থাপন
করার সময় এই অনুভূতি জাগিয়ে তুলেছিল যে, পৃথিবী মাতা এবং আমি তার সন্তান। বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায় ‘বন্দেমাতরম’ লিখে মাতৃভূমি এবং তার সন্তানদের মধ্যে সম্পর্ককে একই ভাবে
আবেগের জগতের এক মন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।এদিকে, ভোটমুখী বিহারের দিকে তাকিয়েই
সম্ভবত রবিবার বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছট উৎসব উপলক্ষে দেশবাসীকে
শুভেচ্ছা জানিয়েছেন তিনি। মোদি বলেন, “দেশ বর্তমানে উৎসবের মেজাজে রয়েছে। আমরা কিছুদিন
আগে দীপাবলি উদযাপন করেছি এবং এবার বিপুল সংখ্যক মানুষ ছট পূজায় ব্যস্ত। ঘরে ঘরে ঠেকুয়া
তৈরি হচ্ছে। সর্বত্র ঘাট সাজানো হচ্ছে। বাজারগুলি ব্যস্ততায় জমজমাট। সর্বত্র ভক্তি,
স্নেহ এবং ঐতিহ্যের সঙ্গম দৃশ্যমান। ছট উপবাস পালনকারী মহিলারা যেভাবে নিষ্ঠার সঙ্গে
এই উৎসবের প্রস্তুতি নেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।”
akb tv news
26.10.2025

