আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পুজোর রাতে হামলায় রক্তাক্ত এক ।। অভিযুক্ত আটক।। AKB TV News

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি, 

    স্ত্রী, সন্তান নিয়ে পূজা দেখতে এসে আগরতলা সিটি সেন্টারের সামনে ভয়ঙ্কর হামলার শিকার আমতলির  জনৈক নারায়ণ ঘোষ। পুলিশ একজন অভিযুক্তকে আটক করেছে। আহত নারায়ণ ঘোষকে আইজিএম হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনা বৃহস্পতিবার রাতে। এ ব্যাপারে আহত ব্যক্তির স্ত্রী জানায় তারা পুজা দেখতে এসেছিল । সি টি সেন্টারের সামনে এক ব্যক্তি তাদের কটূক্তি করছিল । এমন সময় তার স্বামী এগিয়ে গিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে অভিযুক্ত কোন কিছু বুঝে উঠার আগেই নারায়ণ ঘোষকে  কিল ঘুশি মারতে থাকে এবং রক্তাক্ত করে। জানা যায় ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলের খুব কাছেই ছিল। পরে সাথে সাথে পুলিশের হস্তক্ষেপে অভিযুক্তকে আটক করা হয় এবং আহতকে  আই  জি এম হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে তারা অভিযুক্তকে আটক করেছে। 






    akb tv news 

    03.10.2025


     

    3/related/default