আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রতিমা নিরঞ্জনে গিয়ে দেশে মোট ১৬ জনের মৃত্যু।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

     দুর্গা পুজার আনন্দ মূহূর্তের মধ্যে বদলে গেল বিষাদে।বিজয়া দশমীর দিন দেশের উত্তরপ্রদেশ ও   মধ্যপ্রদেশে প্রতিমা বিসর্জনে গিয়ে জলের নিচে তলিয়ে মৃত্যু হল মোট ১৬ জনের। মধ্যপ্রদেশের ঘটনায় ১০ জন নাবালক সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশে জলে তলিয়ে মৃত্যু হয়েছে তিন যুবকের। যোগীরাজ্যে ঘটনায় নিখোঁজ ৫ জন।মধ্যপ্রদেশে দুর্গা প্রতিমার বিসর্জনে সময় দু’টি পৃথক ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ১০ জন ছিল নাবালক।উত্তর প্রদেশের উজ্জয়িনীর কাছে নোগোরিয়া এলাকায় ট্র্যাক্টর করে প্রতিমা বিসর্জনে নিয়ে যাওয়া হয়। চম্বল নদীর ধারে সেটি দাঁড় করানো ছিল। ১২ বছরের এক নাবালক ভুল করে গাড়িটি চালিয়ে দেয়। ট্র্যাক্টরটি রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। তলিয়ে যেতে থাকে সবাই। স্থানীয় বাসিন্দারা ১১ জনকে উদ্ধার করে। তাঁদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মধ্যে দু’জনের মৃত্যু হয়।একজন নিখোঁজ।অন্যদিকে, মধ্যপ্রদেশেরই খান্ডোয়া জেলার আরদলা ও জামলি গ্রামের ২০-২৫ জন গ্রামবাসীর একটি দল বিসর্জনের শোভাযাত্রা বার করে। ট্রাক্টরটি একটি পুকুরে উলটে যায়। যার ফলে ১১ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে রয়েছে ৮ জন নাবালিকা। অনেকে নিখোঁজ বলে জানা গেছে। দু’টি মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। পাশাপাশি মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। 






    akb tv news 

    03.10.2025

    3/related/default