মঙ্গলবার বেলা ১২ ’টায় খোয়াই বি‚আর‚সি‚ হলে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যেগে খোয়াই জেলার ১২ ’টি বিদ্যাজ্যোতি স্কুলের প্রতিনিধিদের নিয়ে এক পারস্পরিক আলোচনা ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আহ্বায়ক ছিলেন খোয়াই জেলা শিক্ষা আধিকারিক স্বপন সরকার‚ প্রধান বক্তা ও বিশেষ আলোচক হিসেবে যথাক্রমে ত্রিপুরা সরকারের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্ম্মা‚ এবং বিদ্যাজ্যোতি সেলের সি‚বি‚এস্‚ঈ‚ বিশেষজ্ঞ স্বপন মজুমদার উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই মঞ্চে আসীন অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরন করে নেওয়া হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন স্বপন সরকার‚ পরপর বক্তব্য রাখেন স্বপন মজুমদার‚ নৃপেন্দ্র চন্দ্র শর্ম্মা।এই দিন খোয়াই জেলার সমস্ত বিদ্যাজ্যোতি স্কুল থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে সভার অতিথিরা স্কুলে শিক্ষার মান উন্নত করতে‚ এবং বিদ্যাজ্যোতি স্কুলের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করতে বিস্তৃত ভাবে আলাপ-আলোচনা করেন। সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন খোয়াই জেলা শিক্ষা দপ্তরের কর্মকর্তা সৌর প্রতিম শর্ম্মা। সবশেষে আহ্বায়ক স্বপন সরকার ধন্যবাদসূচক বক্তব্য রেখে সভার সমাপ্তি ঘোষণা করেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৪ই অক্টোবর ২০২৫




.jpeg)