মঙ্গলবার বিকেল ৩ ’টায় খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সিন্থেটিক ফুটবল মাঠে ত্রিপুরা স্টেট এইডস্ কন্ট্রোল সোসাইটি উদ্যোগে‚ এবং খোয়াই মূখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় এবং খোয়াই জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সার্বিক সহযোগিতায় খোয়াই জেলাভিত্তিক রেড রান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূলত এইচআইভি ভাইরাস এবং এইডস্ রোগ নিয়ে সমাজ সচেতনতা বৃদ্ধি করতে এই মহতী আয়োজন।
অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন খোয়াই জেলার চিফ্ মেডিকেল অফিসার ড. পদ্ম রাম জমাতিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা‚ সম্মানীয় খোয়াই জেলা পরিষদের সহকারী সভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস‚ বিশেষ অতিথি ত্রিপুরা স্টেট এইডস্ কন্ট্রোল সোসাইটির দিশা ইউনিটের ক্লিনিকেল সার্ভিস আধিকারিক অনিশ দাস‚ অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর মৃনাল কান্তি গুহ‚ খোয়াই জেলা পরিবার কল্যাণ আধিকারিক ড. বিক্রম দেব্বর্মা‚ খোয়াই জেলা এইডস্ কন্ট্রোল আধিকারিক ড. রাজ কিশোর দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোয়াই জেলা যুব কল্যান ও ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কমলেন্দু শীল।অনুষ্ঠানের শুরুতেই উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়। উপনিষদের শান্তি মন্ত্র পাঠ করার মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভসূচনা করেন খোয়াই জেলার বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা। স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক ড. পদ্ম রাম জমাতিয়া‚ পরপর বক্তব্য রাখেন ড. রাজ কিশোর দেববর্মা‚ অনিশ দাস। এরপর খোয়াই জেলাভিত্তিক রেড্ রান প্রতিযোগিতা শুরু হয়‚ এই প্রতিযোগিতায় প্রায় দুইশো জন কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অতিথিরা সবুজ রঙের পতাকা দেখিয়ে রেড্ রান প্রতিযোগিতার সূচনা করেন‚ এরপর এই দৌঁড় প্রতিযোগিতা খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সিন্থেটিক ফুটবল মাঠ থেকে আরম্ভ হয়ে খোয়াই শহরের রাজপথ ধরে‚ সুভাষপার্ক‚ নৃপেন চৌমুহনী‚ কবিগুরু পার্ক‚ অরবিন্দ পার্ক হয়ে‚ পুরাতন বাজার‚ দূর্গানগর‚ লালছড়া‚ টি‚কে‚ডি‚কে‚ রোড হয়ে পুনরায় সিন্থেটিক ফুটবল মাঠে এসে শেষ হয়। এই দিন প্রতিযোগিতায় পনের জন ছেলে ও পনের জন মেয়ে খেলোয়াড়কে নির্বাচন করা হয়‚ এরমধ্য থেকে প্রথম‚ দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী তিনজন ছেলে ও তিনজন মেয়েকে অতিথিদের হাত দিয়ে ডেমো চেক্ দিয়ে পুরস্কৃত করা হয়। প্রথম‚ দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে যথাক্রমে পাঁচ হাজার রুপি‚ তিন হাজার রুপি ও দুই হাজার রুপির ডেমো চেক্ প্রদান করা হয়‚ এবং রেড্ রান প্রতিযোগিতায় বাদবাকি নির্বাচিত খেলোয়াড়দের সান্ত্বনা পুরস্কার হিসেবে এক হাজার রুপি প্রদান করা হবে।গোটা অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন সৌর প্রতিম শর্ম্মা। সবশেষে অনুষ্ঠানে সভাপতি কমলেন্দু শীল বক্তব্য রাখার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন।আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৪ই অক্টোবর ২০২৫


.jpeg)
.jpeg)

