নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম মন কি বাত অনুষ্ঠানটি বিজয়া দশমীর দিন 3 অক্টোবর 2014 তারিখে প্রথম সম্প্রচারিত হয় । আজ যার ১২৭ তম পর্ব। এই উপলক্ষে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের তেইশ নম্বর ওয়ার্ডের ৪ নং বুথে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও নয় বনমালীপুর মন্ডল সভাপতি অরিন্দম চৌধুরী সহ ২৩ নং ওয়ার্ডের কর্পোরেটের মনি মুক্তা ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন সকলের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি এ সম্পর্কে এদিন সংবাদ মাধ্যমে তা অবগত করেন।
akb tv news
26.10.2025

