আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বনমালীপুরে 'মন কি বাত' অনুষ্ঠান শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম মন কি বাত অনুষ্ঠানটি বিজয়া দশমীর দিন 3 অক্টোবর 2014 তারিখে প্রথম সম্প্রচারিত হয় । আজ যার ১২৭ তম পর্ব। এই উপলক্ষে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের তেইশ নম্বর ওয়ার্ডের ৪ নং বুথে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও নয় বনমালীপুর মন্ডল সভাপতি অরিন্দম চৌধুরী সহ ২৩ নং ওয়ার্ডের কর্পোরেটের মনি মুক্তা ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন সকলের সাথে বসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি  এ সম্পর্কে এদিন সংবাদ মাধ্যমে তা অবগত করেন। 








    akb tv news 

    26.10.2025

     

    3/related/default