নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার গ্রেফতার করার পর সোমবার আদালতে নিয়ে
যাওয়া হল বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসকে।এদিন দুপুরে মাধবীকে দেখার জন্য
আদালত চত্বরে ভিড় জমায় আম জনতা। এরপর কড়া নিরাপত্তায় শুনানি শেষে আদালত কক্ষ থেকে বের
করা হয় মাধবীকে।এদিন আদালত চত্বরে খুশ মেজাজে দেখা গেছে তাকে। প্রসঙ্গত, রবিবার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হয় সরকার বিরোধী কনটেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাস।
পুলিশ তার মোবাইলটি বাজেয়াপ্ত করেছে।
akb tv news
27.10.2025

