নিজস্ব প্রতিনিধিঃ
মহা অষ্টমীর রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিল দশ বছরের অভিরূপ দেবনাথ। রবিবার
অভিরূপের বাড়িতে যান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ধর্মনগর নেতাজি
পাড়ায় মহা অষ্টমীর রাতে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় অভিরূপ।
এদিন অভিরূপের পরিবারকে শান্ত্বনা দেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।উল্লেখ্য,দুর্ঘটনার
রাতে বাবা-ছেলে পুজো দেখতে বেরিয়েছিলেন। আচমকাই এক বেপরোয়া গাড়ির ধাক্কায়
গুরুতর জখম হন দুজনই। দ্রুত শিলচরে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হলেও সেখানেই
মৃত্যু হয় অভিরূপের। বর্তমানে তার বাবা আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে। ঘাতক গাড়ির
চালক সৌভিক দেবকে গ্রেফতার করে আদালতের নির্দেশে
জেল হাজতে পাঠানো হয়েছে।এদিন প্রতিমা ভৌমিকের সঙ্গে ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ,ত্রিপুরা
মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী সহ অন্যান্যরা।
akb tv news
26.10.2025

