নিজস্ব প্রতিনিধি,
বুধবার মহা নবমী। শরৎকালীন দুর্গোৎসবের একান্ত গুরুত্বপূর্ণ এই দিনে রাজ্যজুড়ে চলছে উৎসবের শেষপর্বের আয়োজন। এই বছরের মতো বাপের বাড়িতে উমার এদিন শেষ দিন। নবমীর সন্ধ্যা আরতির পর থেকেই শুরু হয় বিদায়ের সুর। দেবীর মর্ত্যযাত্রার সমাপ্তির প্রহরে বাতাসে মিশে থাকে একরাশ বিষাদ। রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী দুর্গা বাড়িতেও এদিন মহা নবমী উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করা হয়। সকাল থেকেই পূণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে মন্দির প্রাঙ্গণে। নবমী তিথিতে অনুষ্ঠিত হয়েছে চণ্ডীপাঠ, হোমযজ্ঞ ও বিশেষ ভোগ নিবেদন। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মহা আরতি, যেখানে ভক্তরা অংশ নেন পরম ভক্তিভরে। এদিন দুর্গা বাড়িতে প্রথা মেনে অনুষ্ঠিত হয় মহিশ বলি প্রথাও। যদিও যাবতীয় আইনি প্রথা মেনে ধর্মীয় রীতি নীতি অনুযায়ী হয় এই বলি । এদিকে এদিন মন্দিরে মায়ের কাছে পুজা দিতে এদিন সেখানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য , মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার প্রমুখ। উৎসবের শেষলগ্নে শহরের আকাশে যেমন বাজছে ঢাকের মধুর তাল, তেমনই মানুষের মনে ছায়া ফেলেছে দেবীর বিদায়ের সুর। ‘আসছে বছর আবার হবে’ এই আশাতেই মানুষ অপেক্ষায় দেবীর পুনরাগমনের। সাংসদ রাজীব ভট্টাচার্য এদিন রাজ্যবাসিকে ফের শারদ উৎসবের শুভেচ্ছা জানান এবং রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গা বাড়িতে অঞ্জলি প্রদান যেমন করেছেন বলে জানান । অপর দিকে মেয়র দীপক মজুমদার জানান যে যদিও মায়ের পুজা এখনো শেষ হয় নি। আজ মহা নবমী। আগরতলা শহরে বাইরে থেকে অনেকে পুজা দেখতে আসেন। সে দিকে লক্ষ্য রেখে আগে থেকেই যাবতীয় ব্যবস্থা , নিরাপত্তা সব কিছু করা হয়। তেমনি মূর্তি নিরঞ্জনের জন্যও ঘাট গুলি প্রস্তুত বলে জানান তিনি। এছাড়া পুর নিগমের তরফ থেকে প্রতিমা নিরঞ্জনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
akb tv news
01.10.2025