নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার আগরতলা টাউন হলে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব প্রবীণ দিবস পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী টিংকু রায়।এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। প্রসঙ্গত, প্রতি বছরই পয়লা অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করা হয়ে থাকে।দুর্গা পূজার ছুটি থাকার জন্য এবছর এদিনটি উদযাপন করা হয়নি।এবছর "একটি অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য প্রবীণদের কণ্ঠস্বরের ক্ষমতায়ন"এই থিমকে সামনে রেখে মঙ্গলবার পালন করা হয় বিশ্ব প্রবীণ দিবস।এদিন প্রবীনদের নিয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, দুর্গা পূজার ছুটি থাকার কারনে এবছর দিনটি আমরা সঠিক সময়ে উদযাপন করতে পারিনি। আজকে আমরা সেই অনুষ্ঠানটি করছি। আমরা চাই আমাদের রাজ্যের যারা অভিভাবকরা আছেন তারা যাতে সম্মান পান ও সম্মানের সঙ্গে বাঁচেন, তাদের জীবনের যে অভিজ্ঞতা তা যাতে ভবিষ্যত প্রজন্মের কাজে আসে বলে তিনি জানান।
akb tv news
14.10.2025

