নিজস্ব প্রতিনিধি,
বিহারে বিজেপি–নেতৃত্বাধীন এনডিএর ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার বাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন l এক্স বার্তায় তিনি বলেন, এটি উন্নয়ন ও সুশাসনের জয়। এটি সামাজিক ন্যায় ও জন কল্যাণের ভাবনার জয়।, বিহারের আমার পরিবার-পরিজনদের প্রতি অসীম কৃতজ্ঞতা, যাঁরা ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে এনডিএকে অভূতপূর্ব আশীর্বাদ দিয়েছেন। এই প্রচণ্ড জনমত আমাদের নতুন উদ্যমে, নতুন সংকল্পে জনগণের সেবায় কাজ করার শক্তি দেবে। প্রধানমন্ত্রী এনডিএর প্রতিটি জোট সঙ্গীকে অভিনন্দন জানান। তিনি বলেন, এনডিএ বিহারের সর্বাঙ্গীণ উন্নয়ন করেছে। আমাদের কাজের রেকর্ড ও ভবিষ্যৎ ভিশন দেখে মানুষ আমাদের বিপুল সমর্থন দিয়েছে। আমি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, চিরাগ পাসোয়ান, জিতেন রাম মাঝি এবং উপেন্দ্র কুশবাহকে এই ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই।প্রধানমন্ত্রীর মতে, এই নির্বাচনে জনগনের উন্নয়নকেই কেন্দ্র করে ভোট দিয়েছেন। এনডিএর প্রত্যেক কর্মীর প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরা নিরলস পরিশ্রম করে আমাদের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এবং বিরোধীদের প্রতিটি মিথ্যার জবাব দিয়েছেন। তাঁদের নিষ্ঠাকে আমি হৃদয় থেকে সম্মান জানাই। বিহারের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে নতুন অঙ্গীকারের কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী দিনে আমরা বিহারের অবকাঠামো, অর্থনীতি, সংস্কৃতি, সব ক্ষেত্রেই আরও উন্নতির জন্য দ্রুত কাজ করব। আমরা নিশ্চিত করব, এখানে যুবসমাজ ও নারীদের সামনে আরও বড় সুযোগের দ্বার খুলে যায় বলে প্রধানমন্ত্রী জানান।
akb tv news
14.11.2025

