আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিহারে এন ডি এ-র জয় নির্ধারিত ছিল ll মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা পর্ব অনুষ্ঠিত হয় l গণনার শুরু থেকেই দেখা গেছে বিহারে এন ডি এ এর জয়জয়কার l এর পাশাপাশি ইন্ডিয়া জুটের ধরাশায়ী অবস্থা হয়। বিহারে নিতিশ কুমারের জয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা প্রতিক্রিয়া ব্যক্ত করেন l প্রতিক্রিয়ের মুখ্যমন্ত্রী বলেন, বিহার বিধানসভা নির্বাচনের পূর্বে আমি বিহারের চম্পারন বিধানসভা কেন্দ্রে গিয়েছিলাম l সেখানে আমি তিনটি জনসভায় যোগ দিয়েছি l সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছি মানুষের সব কিছু শুনেছি, সে তখন থেকেই জয়ের বিষয়টি আচ করতে পেরেছিলাম l নির্বাচনে জয়ের জন্য আমি প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীতিশ কুমার জিকে অভিনন্দন জানাই l পাশাপাশি আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা দলকে অভিনন্দন জানাই l বিহারের এই জয় প্রত্যাশিত ছিল বলে তিনি জানান l










    akb tv news 

    14.11.2025

    3/related/default