আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ছিন্ন হওয়া সম্পর্কের পরিণতি কখনোই ধর্ষণ মামলা হতে পারে না ll সুপ্রিম কোর্টll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    দেশের শীর্ষ আদালতের নয়া পর্যবেক্ষণ। দুই পক্ষের সম্মতিতে ছিন্ন হওয়া সম্পর্কের পরিণতি কখনওই ধর্ষণ মামলা হতে পারে না। অতি সম্প্রতি একটি মামলায় এমনই পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের। এর পাশাপাশি, সেই মামলাকেও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।মামলার নেপথ্যে ২০২৪ সাল। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে এক আইনজীবীর বিরুদ্ধে দায়ের হয় ধর্ষণ মামলা। জানা যায়, যিনি এই মামলা দায়ের করেছেন, তিনি খোদ আইনজীবীর মক্কেল। ওই মহিলার বিবাহ বিচ্ছেদের মামলার সূত্র ধরেই সেই আইনজীবীর সঙ্গে পরিচয় হয়েছিল। পরবর্তীতে মামলা চলাকালীন প্রতিদিনের সাক্ষাৎ একে অপরের কাছে নিয়ে আসে তাঁদের। এরই মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলায় ‘জয়’ হয় মহিলার। তাঁর দাবি মত ভরণপোষণ দিতে রাজি হয়ে যায় স্বামী।এদিকে আবার জল অনেকটাই গড়িয়ে গিয়েছিল। বিবাহ বিচ্ছেদের মামলা শেষ হওয়ার কালেই একে অপরের ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন ওই আইনজীবী ও তাঁর মহিলা মক্কেল। লিপ্ত হয়েছিলেন শারীরিক সম্পর্কেও। কিন্তু সেই সম্পর্কই কালের বেনিয়মে পরিণত হল ধর্ষণ মামলায়। ট্রায়াল কোর্ট হয়ে গড়াল সরাসরি দেশের শীর্ষ আদালতে। অতি সম্প্রতি এই মামলা শুনছিলেন বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি আর মহাদেবন। ওই মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেছেন অভিযুক্ত আইনজীবী। এমনকি, এই সহবাসের পরিণতিও ‘সামাল’ দিতে হয়েছে তাঁকেই। অভিযোগকারীর দাবি, একাধিকবার গর্ভধারণ করার পরও অভিযুক্ত আইনজীবীর নির্দেশে গর্ভপাত করিয়েছেন তিনি। কিন্তু তার পরও তাঁকে বিয়ে করেননি আইনজীবী। দিনের পর দিন শুধুই ঘুরিয়ে গিয়েছেন তাঁকে। তখনই তাঁর বিরুদ্ধে আইনি পথে নামার সিদ্ধান্ত নেন মহিলা।সেই মোতাবেক মামলাও করা হয়েছে শীর্ষ আদালতে। 












    akb tv news 

    29.11.2025

    3/related/default