আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাজভবনের পুরনো নাম বদলে লোকভবন করা হল।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    সারা দেশে এবার বদলে গেল রাজভবনের নাম। রাজভবনের নয়া নামকরণ হল 'লোকভবন'। গোটা দেশের রাজভবনের নামই পাল্টে লোকভবন করা হচ্ছে বলে গত ২৫শে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে শনিবার পশ্চিমবঙ্গ দিয়েই শুরু হল এই পরিবর্তন। এদিন রাজভবনের পুরনো নাম বদলে লোকভবন করা হল। নয়া নাম সম্বলিত ফলক বসালেন খোদ রাজ্যপাল বোস। গোটা দেশে সমস্ত রাজভবনের নাম পাল্টে লোকভবন করা হোক বলে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাব পাস হয়। যুক্তি ছিল, রাজভবন নামটির সঙ্গে রাজত্ব করার ধারণা জড়িয়ে রয়েছে। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানা যায়। শেষ পর্যন্ত, শনিবার পশ্চিমবঙ্গ থেকেই রাজভবনের নাম পরিবর্তনের সূচনা হল। এদিন রাজ্যপাল বোস বলেন, "রাজ্যের মানুষের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ থেকে আর রাজভবন নয়, বরং লোকভবন।" রাজ্যপালের গাড়িতেও এদিন রাজভবনের পরিবর্তে লোকভবন স্টিকার লাগানো হয়। এদিন নাম পরিবর্তনের পরই রেড রোড ধরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছন রাজ্যপাল বোস। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। চকোলেট বিলি করেন শিশুদের মধ্যে। সেখানে চা-ও পান করেন তিনি। রাজভবনের উত্তর ফটকে কখনও এর আগে সাংবাদিক বৈঠক হয়। এদিন সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল বোস।










    akb tv news 

    29.11.2025

    3/related/default