আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মানুষ উন্নয়ন চায়। উন্নয়ন ছাড়া কিছুই সম্ভব নয় ll মন্ত্রী রতন লাল নাথ ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতদিন নেতৃত্বে থাকবেন, ততদিন বিজেপি দলকে পরাজিত করা অসম্ভব। বিহারের নির্বাচনে তা আবার প্রমাণিত হয়েছে l বিহারে জয় প্রসঙ্গে বলতে গিয়ে শুক্রবার একথা বলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের আনন্দে মোহনপুরে এক বিশাল বাইক র‍্যালির নেতৃত্ব দেন তিনি। এই জয়োৎসব র‍্যালিতে ১০০০–এরও বেশি মোটর বাইক অংশ নেয়। বিদ্যুৎমন্ত্রী বলেন, সাধারণ মানুষ, নারী ও যুবসমাজ, উন্নয়ন, সুশাসন ও স্বদেশি ভাবনার পক্ষে ভোট দিয়েছে। মানুষ উন্নয়ন চায়। উন্নয়ন ছাড়া কিছুই সম্ভব নয়। আজ প্রতিটি ঘরে বিনামূল্যে রেশন, রাস্তা, জাতীয় সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ও বিদ্যুৎ পৌঁছে গেছে। লালু প্রসাদ যাদবের সময় মানুষ ‘জঙ্গলরাজ’ দেখেছিল, যা ত্রিপুরাতেও বাম আমলে প্রত্যক্ষ করেছে। তাই ত্রিপুরায় মানুষ ২০১৮ সালে দুর্নীতি ও কুশাসনের বিরুদ্ধে ভোট দিয়ে পরিবর্তন এনেছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে বিজেপিকে হারানো সম্ভব নয় বলে তিনি জানান l









    akb tv news 

    14.11.2025

    3/related/default