আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আধার কার্ড নিয়ে স্পষ্টীকরণ দিল জাতীয় নির্বাচন কমিশন।। AKB TV News

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধিঃ 

    দেশের ৯টি রাজ্যে ৫১ কোটি ভোটারদের নিয়ে এসআইআরের দ্বিতীয় দফা চলছে এখন। এর  মাঝেই নির্বাচন কমিশনের তরফে ফের একবার জানানো হল, আধার কার্ড শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র হিসাবেই গণ্য করা হবে। নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয়। নির্বাচন কমিশনের তরফে শীর্ষ আদালতে হলফনামা জমা দিয়ে বলা হয়েছে, নির্বাচনী তালিকায় সংযোজন বা বাদ যাওয়ার প্রমাণ নয় আধার কার্ড। এটা শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে গণ্য করা হবে, নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয়। জনপ্রতিনিধিত্ব আইনের ২৩(৪) ধারায় এটি শুধুমাত্র পরিচয় প্রমাণ করতে ব্যবহার হবে। রেজিস্ট্রেশন অব ইলেকশন রুলের অধীনে ফর্ম-৬ এ জন্ম তারিখের প্রমাণ হিসাবে আধারের ব্যবহার ২০২৩ সালে ২২শে আগস্ট ইউআইডিএআই -র নির্দেশিকার সম্পূর্ণ বিপরীতহলফনামায় সুপ্রিম কোর্টের গত ৯ই সেপ্টেম্বরের নির্দেশও উল্লেখ করা হয়েছে যেখানে ভোটার  তালিকায় নাম অন্তর্ভুক্ত বা বাদ দেওয়ার ক্ষেত্রে আধার কার্ডের ব্যবহার নিয়ে বলা হয়েছিল। সুপ্রিম কোর্টও জানিয়েছিল যে এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ড শুধুমাত্র পরিচয় প্রমাণে ব্যবহার করা হবে। নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয়। গত ২৭ই অক্টোবর দেশের নির্বাচন কমিশন ১২টি রাজ্য ও   কেন্দ্রশাসিত অঞ্চল- পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, রাজস্থান, মধ্য প্রদেশ, গুজরাট, ছত্তীসগঢ়, উত্তর প্রদেশ, গোয়া, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি, লাক্ষাদ্বীপে এসআইআর প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করে। সেই মোতাবেক ৯টি রাজ্যে ৫১ কোটি ভোটারদের নিয়ে এসআইআরের দ্বিতীয় দফা চলছে। 

     

     











    akb tv news 

    16.11.2025


    3/related/default