আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে।। ১০ জনের মৃত্যু।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ফের ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানে।গত তিন মাসে এনিয়ে চতুর্থবার ভুমিকম্প।সোমবার সকালে আফগান শহর মাজার-ই-শরিফে ৬ দশমিক ৩ মাত্রায় কম্পন অনুভূত হয়। ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে আফগানিস্তানে। পাশাপাশি আড়াইশোও বেশি মানুষ আহত হন। ভুমিকম্পের পরই উদ্ধারকাজ শুরু হয়েছে আফগানিস্তানে। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সেদেশে ভূমিকম্পের জেরে দু’হাজারেও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে খবর, ভূ-পৃষ্ঠ থেকে  ২৮ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। পার্বত্য অঞ্চল মাজার-ই-শরিফে সোমবার ভোররাতে কম্পন অনুভূত হয়। স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্র জানান, ভুমিকম্পের কারনে ১০ জনের মৃত্যু হয়েছে।এদিকে, হু হু করে বাড়ছে আহতের সংখ্যাও।











    akb tv news 

    03.11.2025

    3/related/default