আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মেলায় গিয়ে মর্মান্তিক মৃত্যু এক গৃহবধূর।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ফের এক হৃদয় বিদারক ঘটনা ঘটল। ঘরে ৭ মাসের সন্তানকে রেখে মেলায় গিয়েছিল মা।মেলায় গিয়ে পরিবারের লোকজনদের সঙ্গে আনন্দ করার সময় আচমকা বট গাছের একটি ডাল ভেঙ্গে পরায় মর্মান্তিক মৃত্যু হল মায়ের। মৃতার নাম মাধুরী দাস। তার বাড়ি কমলপুর মহকুমার শান্তিরবাজার। হালহালি রাস মেলাতে দুর্ঘটনাটি ঘটে।ঘটনার পর মাধুরীকে উদ্ধার করে প্রথমে কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কুলাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রবিবার জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।স্ত্রী’র মৃত্যুতে ভেঙ্গে পড়েছেন অসহায় স্বামী।









    akb tv news 

    03.11.2025


    3/related/default