নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার
পাটনার গান্ধী ময়দানে হবে শপথ গ্রহন অনুষ্ঠান।সেখানে মুখ্যমন্ত্রী পদে পুনরায় শপথ নেবেন
নিতিশ কুমার। আর শপথের সময় যতই এগিয়ে আসছে,
ততই মন্ত্রিসভার সদস্য ও অধ্যক্ষের পদ নিয়ে এনডিএ শিবিরে জটিলতা বাড়ছে। জটিলতা রয়েছে
মন্ত্রক বণ্টন ও স্পিকারের পদ নিয়েও। তবে উপমুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিশেষ দ্বিমত নেই এনডিএ শিবিরে। চিরাগ পাসওয়ান ওই পদের
জন্য জোরালো দাবি জানালেও শেষমেশ তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিত্বেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
বিহারের দুই উপমুখ্যমন্ত্রী পদই পাচ্ছে বিজেপি। মুখও বদলাচ্ছে না।নীতীশ কুমারের
বিদায়ী সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা। তাঁরাই ফের নীতীশ
কুমারের ডেপুটি হিসাবে শপথ নেবেন বৃহস্পতিবার। এদের মধ্যে সম্রাট চৌধুরী বিহার বিজেপির
সংসদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন। বিজয় সিনহা নির্বাচিত হয়েছেন উপমুখ্যমন্ত্রী পদে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই তাঁদের নাম ঘোষণা করেছেন। নীতীশের সঙ্গেই দুই উপমুখ্যমন্ত্রী শপথ নিতে
চলেছেন। উপমুখ্যমন্ত্রী ঠিক হলেও স্পিকার পদ নিয়ে বিজেপি-জেডিইউয়ের মধ্যে টানাপোড়েন
অব্যাহত। বিধানসভা পরিচালনার ভার নিজেদের হাতে রাখতে মরিয়া এনডিএ-র প্রধান দুই শরিকই।
akb tv news
19.11.2025

