নিজস্ব প্রতিনিধিঃ
মন্ত্রিসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সাংবাদিক সম্মেলন করে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী । বুধবার তিনি মহাকরণে সাংবাদিক সম্মেলন করে জানান যে বর্তমান টি আই টি’ কে উন্নীত করে ত্রিপুরা গভমেন্ট স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি হিসেবে গড়ে তোলা হবে বলে মন্ত্রী সভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। রাজ্যের পলিটেকনিক ইন্সটিটিউট গুলিকে আলোচনার মাধ্যমে এই ইউনিভার্সিটির আওতায় আনার চেষ্টা হবে। উদ্দেশ্য একটাই যাতে যুবকদের ট্যাকনিকেল এডুকেশনের প্রতি আগ্রহ বৃদ্ধি করা যায়। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে মহিলা মহাবিদ্যালয়কে মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে। যার নামকরণ হবে ত্রিপুরা গভমেন্ট স্টেট ওমেন্স ইউনিভার্সিটি। রাজ্যের শিক্ষাদফতরে ফিক্সড পে’তে ২২ জন গ্রুপ ডি নাইট গার্ড নিয়োগ করার ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়। ত্রিপুরা জার্নালিস্ট সম্মান পেনসন স্কিম এবং ত্রিপুরা জার্নালিস্ট পরিবার সুরক্ষা পেনসন স্কিমকে সরলীকরণ করে এতে আরও সুযোগ সুবিধা দেবার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
akb tv news
19.11.2025

