নিজস্ব প্রতিনিধিঃ
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিতে চলেছেন বি আর গাভাই। আগামী ২৩শে নভেম্বর তিনি অবসর গ্রহণ করবেন। কিন্তু তার আগেই
বিদায় অনুষ্ঠানে প্রধান বিচারপতির উপর ফুল ছোড়ার চেষ্টা করলেন এক আইনজীবী।
কিন্তু তাঁকে ফুল বর্ষণ থেকে বিরত রাখলেন প্রধান বিচারপতি গাভাই।জানা গিয়েছে, প্রধান
বিচারপতি বি আর গাভাইয়ের বিদায় অনুষ্ঠানে একজন আইনজীবী ১ নম্বর কোর্ট রুমের
ভিতরে প্রধান বিচারপতির উপর ফুলের পাপড়ি বর্ষণ করার চেষ্টা করেন। প্রধান বিচারপতি
প্রশাংসা করার পর ওই আইনজীবী জানান, সম্মানের নিদর্শন হিসেবে প্রধান বিচারপতির উপর
“বর্ষণ” করার জন্য ফুলের পাপড়ির একটি প্যাকেট নিয়ে এসেছেন। এমনকি তিনি প্যাকেটটি
খুলে কিছু পাপড়ি হাতে নিয়ে ছোড়ার জন্য প্রস্তুতি নেন। কিন্তু সেই সময় ওই আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “না, না, ছুড়বেন
না। ওটা কারোর হাতে তুলে দিন।” সূত্রের খবর, প্রধান বিচারপতির এমন বলার পরই ওই
আইজীবী আর ফুল ছোড়েননি।
akb tv news
21.11.2025

