নিজস্ব প্রতিনিধিঃ
আগামী ২৫শে নভেম্বর রাম মন্দিরের
১৯১ ফুট উঁচু চূড়ায় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যায়
পতাকা উত্তোলনের এই উৎসব বৃহস্পতিবার কলশ যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী
যোগী আদিত্যনাথের তত্ত্বাবধানে অযোধ্যায় প্রস্তুতি এখন তুঙ্গে।অযোধ্যা শুধু
একটি আধ্যাত্মিক তীর্থস্থান নয়, এটি পর্যটন গন্তব্য হিসেবেও প্রতিষ্ঠিত ও পরিচিত। শ্রীরামমন্দির
নির্মাণের পর পর্যটকের আগমন রেকর্ড সংখ্যক বেড়েছে। ২০২০ সালে প্রায় ৬০ লক্ষ পর্যটক
অযোধ্যায় এসেছিলেন। এবছর জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে প্রায় ২,৩০০ লক্ষ পর্যটক
এসেছেন। তাতে মনে করা হচ্ছে, বছর শেষে পর্যটকের সংখ্যা ৫০০ কোটি ছাড়িয়ে যাবে।পূর্ববর্তী
সরকার গুলি অযোধ্যায় সংস্কার ও উন্নয়নে কোনও গুরুত্ব দেননি। ২০১৭ সালে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের উন্নয়নকে অগ্রাধিকার দেন। চলতি বছরের
দীপাবলি উপলক্ষে শুরু হয় দীপোৎসব। অযোধ্যাকে ২০৩১ সালের মধ্যে হাই-টেক সিটি হিসেবে
গড়ে তোলার মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। ২০৪৭ সালের মধ্যে একে বিশ্বব্যাপী আধ্যাত্মিক
কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েছে সরকার।আর সেই লক্ষ্যেই কাজ করে
চলেছে সরকার।
akb tv news
21.11.2025

