আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    তদন্তকারীরা এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছবে।। ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না।। প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    মঙ্গলবার দু’দিনের জন্য ভুটান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত ষড়যন্ত্রকারীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন তিনি। তিনি জানিয়ে দিলেন, তদন্তকারীরা এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছবে। ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না।এদিন প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ”আজ আমি এখানে অত্যন্ত ভারী মন নিয়ে এসেছি। সোমবার সন্ধ্যায় দিল্লিতে হওয়া ভয়াবহ ঘটনায় সকলের মনই যন্ত্রণাক্লিষ্ট। আমি আক্রান্তদের পরিবারের দুঃখকে বুঝি। আজ গোটা দেশ ওদের পাশে রয়েছে। আমি সোমবার রাত পর্যন্ত তদন্তের সঙ্গে যুক্ত সমস্ত এজেন্সির সঙ্গে, সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। আলোচনাও করেছি। যোগসূত্র গুলিকে যুক্ত করা হচ্ছিল। আমাদের এজেন্সিগুলি এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছবে। ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না।”মঙ্গলবার সকালেই তাঁর বিমান উড়ে যায় ভুটানের উদ্দেশে। পরে তিনি নিজেই এক্স হ্যান্ডলে তাঁর পৌঁছনোর খবর দেন। শেয়ার করেন ছবিও। তিনি লিখেছেন, ‘ভুটানে অবতরণ করেছি। বিমান বন্দরে উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী টোবগের প্রতি কৃতজ্ঞতা। এই সফর আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনকে প্রতিফলিত করবে। বিশ্বাস, সদিচ্ছা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি সময়-পরীক্ষিত অংশীদারিত্ব রয়েছে ভারত ও ভুটানের মধ্যে। এই সফরে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আরও জোরদার করতে আমি উন্মুখ বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।’

     














    akb tv news 

    11.11.2025

     

    3/related/default