নিজস্ব প্রতিনিধিঃ
১৬তম সি আই টি ইউ ত্রিপুরা রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে সোমবার রাজধানীর ব্যস্ততম ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, পশ্চিম বাংলার সি আই টি ইউর সভাপতি অনাদি শাহ ও অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তপন সেন সহ অন্যান্যরা।সমাবেশে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, সামনে তারা আরও নানা ধরনের বুজরকি করবে। আরও নানা ধরনের খেলা করবে।একটা খেলা করছে, তা হল এস আই আর। অন্য রাজ্যে শুরু করেছে। ত্রিপুরা রাজ্যেও খেলার চেষ্টা করছে। এই এস আই আরে ত্রিপুরা রাজ্যে যে বে-আইনি অনুপ্রবেশ আছে তা কেউ অস্বীকার করে না বলে তিনি জানান।এদিন সমাবেশস্থল ছিল কানায় কানায় পরিপূর্ণ।
akb tv news
10.11.2025

