আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে ভোটদানের নয়া রেকর্ড গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    মঙ্গলবার বিহারে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৭টা  থেকে ২০টি জেলার ১২২টি আসনে শান্তিপূর্ণভাবে শুরু হয় ভোট। এই দফায় দুই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, নীতীশ কুমারের মন্ত্রিসভার ১০ মন্ত্রীর ভাগ্য নির্ধারণ হতে চলেছে। শেষ দফার ভোটের সকালে বিহারবাসীর উদ্দেশে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মঙ্গলবার ভুটান সফরের আগে বিহারের উদ্দেশে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি বিহারের সকল ভোটারের উদ্দেশে আবেদন জানাচ্ছি নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়ে  তাঁরা যেন ভোটদানের নয়া রেকর্ড গড়েন।’ পাশাপাশি নতুন ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, ‘যারা প্রথম বারের মত ভোট দিচ্ছেন, তাঁদের কাছে অনুরোধ, তাঁরা যেন নিজেরা ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও ভোটদানে অনুপ্রাণিত করেন।’ প্রথম দফার পর দ্বিতীয় দফায় বিহারে মোট ৩৭,০১৩,৫৫৬ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে নতুন ভোটার ৫২৮,৯৫৪ জন। এই দফায় বিশেষভাবে নজর থাকবে বিহারের পূর্ব ও পশ্চিম চম্পারন, সীতামারি, মধুবনী ও নেপাল সিমান্তবর্তী কিষানগঞ্জের মতো কেন্দ্রগুলির দিকে। দ্বিতীয় দফার নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ১৩০২ জন। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পর বিহার বিধানসভা নির্বাচনে কোনও রকম অবাঞ্ছিত ঘটনা এড়াতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।

     










    akb tv news 

    11.11.2025


    3/related/default