আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সংবিধান দিবসে দেশবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    এখন ২০২৫ সাল, আগামী ২০৪৭ সালের মধ্যে বিকসিত ভারত নিজেদের কর্তব্যকে সর্বাগ্রে রাখুন। একথা সর্বদা মনে রাখবেন, কর্তব্য থেকেই অধিকারের জন্ম। সংবিধান দিবসে দেশবাসীকে খোলা চিঠি দিয়ে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে, ভোটাধিকারের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করারও আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার দেশবাসীকে কর্তব্য তথা ভোটদানের অধিকার মনে করিয়ে নরেন্দ্র মোদি বলেন, “আমাদের প্রতিটি পদক্ষেপ সংবিধানকে আরও শক্তিশালী করবে। জাতীয় লক্ষ্য এবং স্বার্থকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। যদি দেশের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকে, তাহলে কর্তব্য পালন আমাদের ভাবধারার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।” তিনি বলেন, “আমাদের সংবিধান মহৎ ও অত্যন্ত শক্তিশালী। এই সংবিধানই আমাকে  দেশের প্রধান করেছে। আমি দরিদ্র এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এক পরিবারে জন্মগ্রহণ করেছি। কিন্তু সংবিধানের শক্তিতেই বর্তমানে আমি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছি।” প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর আদর্শের কথা স্মরণ করে বলেন, “মনে রাখবেন, কর্তব্য পালন থেকেই অধিকারের জন্ম হয়। কর্তব্য পালন সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি।” ভারতীয় সংবিধানের জনক ডঃ বিআর আম্বেদকরকেও এদিন শ্রদ্ধা জানিয়েছেন নরেন্দ্র মোদি। এছাড়াও ডঃ রাজেন্দ্র প্রসাদ-সহ গণপরিষদের বিশিষ্ট মহিলা সদস্যদের প্রতিও তিনি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।








    akb tv news 

    26.11.2025

    3/related/default