আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কাশ্মীরি ভাষায় সংবিধানের নয়া সংস্করণ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    সংবিধান দিবস উপলক্ষে বড় উদ্যোগ গ্রহন কেরল কেন্দ্র। ৩৭০ ধারা প্রত্যাহারের পর প্রথমবার কাশ্মীরি ভাষায় সংবিধানের নয়া সংস্করণ প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুধু কাশ্মীরি নয়, সংসদের সেন্ট্রাল হলে সংবিধান দিবসের অনুষ্ঠানে মোট ৯টি ভারতীয় ভাষায় সংবিধানের ডিজিটাল কপি প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। যেগুলি হল, মালয়ালম, মারাঠি, নেপালি, পাঞ্জাবি, বোড়ো, তেলেগু, ওড়িয়া ও অসমিয়া। অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ”আমাদের সংবিধান সমানাধিকারকে  প্রাধান্য দেয়। সেকথা মাথায় রেখেই তিন তালাকের মত কুপ্রথা রদ করা হয়েছে। এই বড় পদক্ষেপের জন্য আমি সকল সাংসদকে ধন্যবাদ জানাই।” পাশাপাশি জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রশংসা করেন তিনি।বুধবার সংবিধান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশাপাশি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ ও লোকসভার স্পিকার ওম বিড়লা-সহ সংসদের দুই কক্ষের সাংসদরা। সেখানেই তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে তৈরি করা একটি হিন্দি স্মারক পুস্তিকাও প্রকাশিত হয়, যেখানে সংবিধানের স্বতন্ত্র ক্যালিওগ্রাফি রয়েছে। রাষ্ট্রপতি নিজেই এই অনুষ্ঠানে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। এরপর  কাশ্মীরি-সহ মোট ৯টি ভাষায় সংবিধানের ডিজিটাল সংস্করণ প্রকাশ করেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর অর্থাৎ আজকের দিনেই সংসদের সেন্ট্রাল হলে স্বাধীন দেশের জন্য নয়া সংবিধান তৈরির কাজ সম্পন্ন হয় এবং তা পেশ করা হয়। 










    akb tv news 

    26.11.2025


    3/related/default