আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাংবাদিক সম্মেলন করে ''হাইড্রোজেন বোমা'' ফাটালেন সাংসদ রাহুল গান্ধী।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    বুধবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, হরিয়ানার বিধানসভা নির্বাচনে বিরাট ভোট চুরি হয়েছে। ২ কোটি ভোটারের মধ্যে ২৫ লক্ষ ভোটই চুরি হয়ে গিয়েছে। তাঁর দাবি, হরিয়ানায় প্রতি ৮ জনের মধ্যে ১ জন নকল ভোটার। মোট ১২ দশমিক ৫ শতাংশ ভুয়ো ভোট পড়েছে। আরও দাবি, তাঁর টিম ৫.২১ লক্ষ ডুপ্লিকেট ভোটার এন্ট্রি খুঁজে বের করেছে। এরপরই আসে ব্রাজিলিয়ান মডেলের কথা। এক যুবতীর ছবি দেখান। রাহুল গান্ধী দাবি করেন যে এই ব্রাজিলিয়ান মডেল সীমা, সুইটি, সরস্বতী-একাধিক নামে হরিয়ানার ভোটার লিস্টে রয়েছেন এবং ২২ বার ভোট দিয়েছেন। এই ব্রাজিলিয়ান মডেলের নাম ম্যাথুস ফেরারো। যে ছবিটি ব্যবহার করা হয়েছিল ভোটার তালিকায়, তা স্টক ইমেজ। ফ্রি-তে এই ছবি ডাউনলোড করা যায়রাহুল বলেন, “এই ব্রাজিলিয়ান মডেল বিখ্যাত হয়ে গিয়েছেন। ২২ জায়গায় তাঁর নাম রয়েছে, হরিয়ানার ১০টি বুথে ভোট দিয়েছেন বিভিন্ন নামে। এর অর্থ একটাই, এটা কেন্দ্রের পরিচালিত অপারেশন ছিল।”আরেকটি বিধানসভায় একই মহিলার ছবি দিয়ে ১০০টি ভোটার আইডি-র ছবিও দেখান রাহুল। তিনি বলেন, “এই মহিলা চাইলেই হরিয়ানায় ১০০ বার ভোট দিতে পারেন। এই জায়গাটা তৈরি করা হয়েছে যাতে যে কেউ ভোট দিতে পারে, বিজেপির কর্মীরা অন্য রাজ্য থেকে এসেও ভোট দিতে পারে।”সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনকে সরাসরি আক্রমণ করে রাহুল গান্ধী বলেন, “নির্বাচন কমিশন চাইলেই এক সেকেন্ডে এই ডুপ্লিকেট নাম সরিয়ে দিতে পারে। তাদের এই সফটওয়্যার আছে। কেন করছে না? কারণ তারা বিজেপি-কে সাহায্য করছে।” কংগ্রেস সাংসদ দাবি করেন, হরিয়ানায় আটটি বিধানসভায় কংগ্রেস অত্যন্ত কম মার্জিনে হেরে গিয়েছে। একটিতে মাত্র ৩২ ভোটে হেরে গিয়েছিল। 










    akb tv news 

    05.11.2025

     

    3/related/default