নিজস্ব প্রতিনিধিঃ
বুধবার আর কে নগরস্থিত সিজা হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন রাজ্যের
মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক
রতন চক্রবর্তী, রাজ্যের স্বাস্থ্য সচিব কিরন গিত্তে ও সিজা হাসপাতালের এম ডি সহ অন্যানরা।
৯০০ কোটি টাকা ব্যয়ে এই হাসপাতাল নির্মাণ করা হবে।এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর
ভাষণে বলেন, আমাদের রাজ্যে আমরা নয়টি সুপার স্পেশালিটি শুরু করেছি। আপনারা দেখেছেন
যে প্রায় আড়াইশো কোটি টাকা খরচ করে একটি নতুন হাসপাতাল জিবিতে করেছি। কিন্তু তারপরও
যখন মানুষ আসে যে এই সার্জারির জন্য সুপার স্পেশালিস্টই বলেছেন যে এখানে সার্জারি হবে
না, বাইরে যেতে হবে। তখন আমি বললাম যে সুপার স্পেশালিস্ট থেকে লাভ কি। মুখ্যমন্ত্রী
বলেন যে, আমার একটা বিষয় অদ্ভুত লাগে যে, ত্রিপুরার
মানুষ কথায় কথায় কেন বাইরে যাবে, এখানে সুপার স্পেশালিটি থাকতে।
akb tv news
05.11.2025

