আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জঙ্গি কার্যকলাপে অভিযুক্তদের আর সহজে জামিন দেওয়া হবে না।।সুপ্রিম কোর্ট।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    রাজধানীর দিল্লিতে বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু। জঙ্গি হামলা হিসেবে ঘোষণা না করা  হলেও তদন্তের গতিপথ সেদিকেই ইঙ্গিত করছে। ঠিক তার পর দিন এক জামিন মামলায় সুপ্রিম স্পষ্ট বার্তা দিল, জঙ্গি কার্যকলাপে অভিযুক্তদের আর সহজে জামিন দেওয়া হবে না। ন্যূনতম প্রমাণ থাকলেই পচতে হবে জেলে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এক জঙ্গিবাদে অভিযুক্তের জামিন মামলার শুনানি ছিল। মঙ্গলবার  সেই মামলার শুনানিতে খানিক আপত্তি জানিয়েছিলেন অভিযুক্তের আইনজীবী। অভিযুক্তের আইনজীবীর  মন্তব্যের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা জবাব দেন, “একটা স্পষ্ট বার্তা দেওয়ার এটাই সেরা সময়।” দিল্লি হামলার পরদিনই শীর্ষ আদালতের এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সচেতন মহল।

















    akb tv news 

    11.11.2025

    3/related/default