জিরানিয়া ফেন্সিকাণ্ডে আগরতলার পর এবার রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা হানা দিল বক্সনগরের অপু রঞ্জন দাসের বাড়িতে। এই মামলায় নেশা কারবারিদের বিরুদ্ধে টানা অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।তবে মঙ্গলবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা অপু দাসের বাড়িতে হানা দিলেও সে বাড়িতে নেই বলে জানা গেছে।এদিন ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিক জানান, আজ আমরা বক্সনগরের কলমচড়া এলাকায় অপু রঞ্জন দাসের বাড়িতে তল্লাসি চালায়। কিন্তু অপুকে বাড়িতে পাওয়া যায়নি। এমনকি তার বাড়ি থেকে তেমন কিছু পাওয়া যায়নি বলে তিনি জানান।
akb tv news
11.11.2025

