নিজস্ব প্রতিনিধিঃ
৬ই নভেম্বর বৃহস্পতিবার বিহারে বিধানসভা
নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু
হওয়ার পরই ভোটারদের ‘পূর্ণ উদ্যমে’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি। এদিন সকালে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। সেখানে মোদি
লেখেন, “গণতন্ত্রের উৎসবে আজ বিহারে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ হচ্ছে। এই পর্বে সকল
ভোটারের কাছে আমার আবেদন, আপনারা পূর্ণ উদ্যমে ভোট দিন।” ওই পোস্টেই বিহারের প্রথম
বারের ভোটার যাঁরা, তাঁদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিহারে প্রথম পর্বে
১৮ জেলার ১২১ আসনে নির্বাচন। এদিন সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। তা চলে সন্ধ্যা
৬টা পর্যন্ত। একাধিক হেভিওয়েট প্রার্থীর ভাগ্য পরীক্ষা হয় এদিন। তার মধ্যে রয়েছেন
মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। তারাপুর কেন্দ্রে আরজেডির অন্যতম
মুখ অরুণ কুমার সাহা। এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা
দিলেন—‘গণতন্ত্রের উৎসব’। ভোটারদের উদ্দেশে মোদির বার্তা, “মনে রাখবেন, আগে ভোট,
পরে আহার-বিশ্রাম।”
akb tv news
06.11.2025

