আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খোয়াইয়ের বিভিন্ন সীমান্ত পরিদর্শন করলেন রাজ্যপাল।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বৃহস্পতিবার খোয়াই জেলা শাসক কার্যালয়ে এলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।রাজ্যপালকে  স্বাগত জানালেন জেলা শাসক। এদিন তিনি খোয়াইয়ের বিভিন্ন সীমান্ত পরিদর্শন করেন।রাজ্যপালের সঙ্গে জেলা শাসকও ছিলেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সীমান্ত এলাকায় যে গ্রাম গুলি রয়েছে, সেই গ্রাম গুলিকে ভাইব্রেন্ট ভিলেজ হিসেবে ঘোষণা করেছেন। এই ভিলেজ তথা গ্রাম গুলিতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রামবাসীরা পাচ্ছে কিনা তা দেখার জন্য গত তিনদিন ধরে উত্তর ত্রিপুরা, উনকোটি ও ধলাই জেলা হয়ে আজ তিনি খোয়াই এসেছেন।এই জেলার একটি গ্রাম দেখেছেন। বাকি আটটি গ্রাম আরও একবার দেখবেন বলে তিনি জানান।







    akb tv news 

    06.11.2025

    3/related/default