আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দিল্লীর ৬টি জায়গায় বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বিস্ফোরণের বড় ছক ভেস্তে গেল। বাবরি মসজিদ ধ্বংসের বর্ষপূর্তিতে দিল্লির ৬ জায়গায় বিস্ফোরণের ছক  ছিল জঙ্গিদের। এক সূত্র মারফত জানা গেছে, বিস্ফোরণের জন্য ৩২টি গাড়ি বেছে নেওয়া হয়েছিল। প্রত্যেকটি গাড়িই একাধিকবার হাত বদল হয়েছে বলে তদন্তকারীদের অনুমান। বাবরি ধ্বংসের বদলা নিতে রাজধানীর ৬টি জায়গা টার্গেট করা হয়েছিল হামলার জন্য। গত সোমবার দিল্লিতে বিস্ফোরণের কোনও পরিকল্পনাই ছিল না জঙ্গিদের।দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত মুজাম্মিলকে জিজ্ঞাসাবাদের পর মিলছে এই বিস্ফোরক তথ্য। জানা যাচ্ছে, সাধারণতন্ত্র দিবসেই বিস্ফোরণের পরিকল্পনা ছিল আততায়ীদের। আর সেজন্য লালকেল্লায় রেইকিও করে যায় তারা। এছাড়াও এবছরের দিওয়ালিতেও  নাকি জনবহুল স্থানে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। কিন্তু তা কার্যকর করা যায়নি। তদন্তে উঠে এসেছে, মূলত ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে। জম্মু ও কাশ্মীর পুলিশ একে বলছে ‘হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম’।এই ইকোসিস্টেমের অন্যতম প্রধান সদস্য ছিল উমর নবি। লালকেল্লার সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল সে। পুলিশের প্রাথমিক অনুমান, দিল্লিজুড়ে সোমবার ব্যাপক ধরপাকড়ের জেরে খানিকটা আতঙ্কিত হয়েই সোমবার সন্ধ্যায় বিস্ফোরণ ঘটানো হয়েছে।

















    akb tv news 

    13.11.2025


    3/related/default