নিজস্ব প্রতিনিধিঃ
২০২৫ সালে দ্বিতীয়বারের মত মৎস্য দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার গোর্খাবস্তি মৎস্য দপ্তরের কার্যালয়ে। এই বৈঠকের পৌরহিত্য করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সংবাদ মাধ্যমে তিনি জানান এখনো রাজ্য মৎস্য চাষে স্বয়ংভর হতে পারেনি। ঘাটতি রয়েছে। তবে সে ঘাটতি পূরণ করার চেষ্টা চলছে। রাজ্যে বর্তমানে মাছের চাহিদা রয়েছে ১ লক্ষ ১৭ হাজার মেট্রিক টন । রাজ্যে উৎপাদন হচ্ছে ৮৫ হাজার মেট্রিক টন। ফলে যে ঘাটতিটা রয়েছে তা পূরণ হচ্ছে পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ সহ অন্যান্য রাজ্য থেকে আসা মাছে। বাংলাদেশ থেকে মাছ আসছে তবে তুলনায় অনেকটাই কম বলেও জানান মন্ত্রী। তিনি এদিন এমনটাও জানান আগামী তিন মাসে আরও কি কি করতে হবে তা যেমন পর্যালোচনা করে দেখা হবে তেমনি পূর্বে যে পরিকল্পনাগুলো হাটে নেওয়া হয়েছিল তার বাস্তবায়ন কতদূর হয়েছে তাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি গ্রামের গরীব শ্রেনির কৃষক অংশের যারা রয়েছেন তাদের আর্থিক ভাবে কি ভাবে স্বাবলম্বী করা যায় এবিষয়ের উপর আলোচনা হবে। এছাড়া বাজেটে বরাদ্দ যা রয়েছে তা যথাযথ ভাবে কাজে লাগানো এবং কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যে গুলি রয়েছে সবগুলি যাতে স্যাচুরেশন মোডে নিয়ে আসা যায় সে নিয়েই এই পর্যালোচনা বৈঠক বলে জানান তিনি।
akb tv news
13.11.2025

