নিজস্ব প্রতিনিধিঃ
আগাম ঘোষণা অনুসারে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভগবত অযোধ্যার রাম মন্দিরে ধ্বজা উত্তোলন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এটি ছিল রাম মন্দিরের আর্কিটেকচারিক সম্পূর্ণতার ঐতিহাসিক মুহূর্ত, যেখানে মন্দিরের পুরো কাঠামো আধ্যাত্মিকভাবে পূর্ণতা লাভ করে। ধ্বজা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি মন্দিরে ২২x১১ ফুট আয়তনের পবিত্র কমলা পতাকা উত্তোলন করেন। এই পতাকায় সূর্যের প্রতীক, ওম এবং কোবিদার গাছের চিত্র আঁকা রয়েছে। কোবিদার গাছটি প্রাকৃতিক পরিবেশের প্রতি শ্রদ্ধার প্রতীক, যা রঘুকুল বা ইক্ষ্বাকু বংশের পতাকার অংশ। সূর্য প্রতীকটি প্রভু রামের সূর্যবংশের বংশধারার প্রতিনিধিত্ব করে।প্রধানমন্ত্রী বলেন, “এই ধর্ম পতাকা (ধর্ম ধ্বজ) আমাদের জীবনকে প্রেরণা দেবে। জীবন চলে যেতে পারে, কিন্তু প্রতিশ্রুতি কখনও ভঙ্গ করা উচিত নয়।”ধ্বজারোহণ, যা আধ্যাত্মিকভাবে মন্দিরের কাঠামোকে পূর্ণতা দেয়, এটি “দ্বিতীয় প্রাণ প্রতিষ্ঠা”র মতো এক বিশেষ অনুষ্ঠান, তবে এটি মূলত মন্দিরের কাঠামোকে কেন্দ্র করে। গত বছরের জানুয়ারিতে রাম লল্লা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা ঘটানো হয়েছিল, যার মাধ্যমে দৈনিক পূজা শুরু হয়। প্রধানমন্ত্রী মোদী ধ্বজা উত্তোলন শেষে উপস্থিত ৮,০০০ জনের সমাবেশে বলেন, “এই ধ্বজা আমাদের শৃঙ্খলা, একতা এবং দেশপ্রেমের বার্তা পৌঁছে দেবে।”
akb tv news
25.11.2025

