আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আয়কর আইনের বিধান নিয়ে কেন্দ্রের জবাব তলব করল শীর্ষ আদালত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বলা বাহুল্য আয়কর আইনের বিধান অনুযায়ী, নগদে ২ হাজার টাকার নিচে অনুদান পেলে রাজনৈতিক দলগুলিকে দাতার নাম পরিচয় প্রকাশ করতে হয় না। কিন্তু আয়কর আইনের এই বিধান কি বৈধ? সেই নিয়েই একটি মামলা দায়ের হয়েছে দেশের সুপ্রিম কোর্টে। সোমবার সেই মামলার প্রেক্ষিতেই নোটিস দিয়ে কেন্দ্রের জবাব তলব করল শীর্ষ আদালত। এর পাশাপাশি, নির্বাচন কমিশন এবং বেশ কয়েকটি রাজনৈতিক দলকেও নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট।আবেদনে বলা হয়েছে, আয়কর আইনের এই বিধানটিতে স্বচ্ছতার অভাব রয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক দলগুলি নগদ টাকার উৎস গোপন করতে পারে। এর মাধ্যমে নির্বাচনী ব্যবস্থার অখণ্ডতা ক্ষুণ্ন হয় এবং ভোটারা বিভ্রান্ত হন। মামলাকারীর আবেদন, নির্বাচন কমিশনকে বাধ্যতামূলক ভাবে নিয়ম জারি করতে হবে, যাতে কোনও রাজনৈতিক দলই নগদ অনুদান না গ্রহণ করতে পারে।আয়কর আইনের (১৯৬১) ১৩ (ক) ধারায়, রাজনৈতিক দলগুলির আয় সম্পর্কিত বিধান নথিভুক্ত রয়েছে। আবেদনে বলা হয়েছে, এই ধারার ক্লজ ডি সম্পূর্ণ অসাংবিধানিক এবং তা বাতিল করে দেওয়া হোক। এক্ষেত্রে ২০২৪ সালে সুপ্রিম কোর্ট যেভাবে নির্বাচনী বন্ড বাতিল করেছিল, সেই রায়ের প্রসঙ্গও উল্লেখ করেছেন মামলাকারীর আইনজীবী। চার সপ্তাহ পর মামলাটির শুনানি হবে বলে জানা গেছে।

     






    akb tv news 

    25.11.2025


    3/related/default