আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নারী শক্তি বন্দন অধিনিয়ম বাস্তবায়নে কেন্দ্রের কাছে জবাব চাইল শীর্ষ আদালত।। AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ

    লোকসভা ও রাজ্য বিধানসভা গুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের উদ্দেশে তৈরি মহিলা সংরক্ষণ বিল বা নারী শক্তি বন্দন অধিনিয়ম বাস্তবায়নে এখনও কেন এত দেরি হচ্ছ, এনিয়ে কেন্দ্রের কাছে জবাব চাইল দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে এনিয়ে কেন্দ্রের কাছে জবাব চেয়েছিল দিল্লি হাইকোর্টও। এবার সেই একই প্রসঙ্গ ছুড়ে দিল সুপ্রিম কোর্টও। ২০২৩ সালে পাশ হয়েছিল এই মহিলা সংরক্ষণ বিল। সেই সময় লোকসভায় বিলটিকে সমর্থন করেছিল ৪৫৪ জন সাংসদ। রাজ্যসভাতেও প্রচুর সাংসদের সমর্থন পেয়েছিল এই বিলটি। তারপর রাষ্ট্রপতির কাছে অনুমোদন পেয়ে রাতারাতি পরিণত হয়েছিল তা আইনে।  কিন্তু সেই নারী শক্তি বন্দন অধিনিয়ম এখনও কার্যকর হয়নি। লোকসভা ও বিধানসভার আসন  পুনবিন্যাসের কারণে আইনের বাস্তবায়ন হওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, একটা আইন কার্যকর করতে কেন  এত দেরি হচ্ছে? সম্প্রতি সেই যুক্তিতেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন মধ্য প্রদেশের কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর। সোমবার ছিল তার শুনানি। এদিন নেত্রীর আবেদনের ভিত্তিতে শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চে।













    akb tv news 

    10.11.2025


    3/related/default