আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মুঙ্গিয়াকামী এলাকার তুইকর্ম অঞ্চল পরিদর্শন করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    কৃষ্ণপুর বিধানসভা এলাকার বাসিন্দাদের উন্নয়ন মূলক দাবির প্রেক্ষিতে মঙ্গলবার মুঙ্গিয়াকামি এলাকার তুইকর্ম অঞ্চল পরিদর্শন করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, তুইকর্ম এলাকায় বসবাসরত জনজাতি সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নকে কেন্দ্র করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়ে আসছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য—তুইকর্ম থেকে আসাম-আগরতলা জাতীয় সড়ক পর্যন্ত সংযোগকারী কাঁচা রাস্তা পিচ ঢালাই করা,এলাকায় সুপারি ও ফল গাছের একটি নার্সারি স্থাপন,পানীয় জল সংকট নিরসনসহ অন্যান্য মৌলিক সুবিধার উন্নয়ন। মন্ত্রী জানান, এলাকাবাসীর বৈধ দাবিগুলিকে গুরুত্ব দিয়েই তিনি বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে সরেজমিন পরিদর্শনে আসেন, যাতে দ্রুত প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা খতিয়ে দেখা যায়।










    akb tv news 

    25.11.2025


    3/related/default