আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রতিমা ভৌমিকের ভাই গ্রেফতার নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির প্রতিক্রিয়া।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    প্রাক্তন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের খুড়তুতো ভাই বিধান ভৌমিক অতি সম্প্রতি গ্রেফতার হয়েছে। তার গ্রেফতার প্রসঙ্গে মঙ্গলবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আসিস কুমার সাহা। প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই রাজ্যে নারি সম্পর্কিত অপরাধ জনিত ঘটনা বলুন, দুর্নীতি বলুন, আর নেশার কারবার বলুন এই ঘটনা গুলিতে দেখেছি শাসক দলের মদত পুষ্ট সমাজদ্রোহীদের দ্ধারাই এধরনের ঘটনা সংগঠিত হচ্ছে। যে ধরনের ঘটনা আজকে একজন কেন্দ্রীয় মন্ত্রীর ভাইকে জড়িয়ে, এটা গতকাল সংবাদ পরিবেশিত হয়েছে, এতে এটা পরিস্কার যে আশ্রয় দাতা বলুন আর পশ্রয় দাতা বলুন, আর এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা অধিকাংশই শাসক দলের ছত্রছায়ায় আছে। প্রকৃত তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার ব্যবস্থার জন্য আমরা দাবি জানাচ্ছি বলে তিনি জানান।








    akb tv news 

    25.11.2025


    3/related/default