নিজস্ব প্রতিনিধিঃ
গত ১০ থেকে ১২ই অক্টোবর দেশের অরুণাচল প্রদেশে
ফোর্থ কিউ নর্থইস্ট জোন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ-২০২৫ অনুষ্ঠিত হয়।এই চ্যাম্পিয়নশিপে
আট-নয় বছর ২০ কেজি বিভাগে গোল্ড এবং ব্রোঞ্জ পদক অর্জন করে আগরতলার বীর বিক্রম চকের
বাসিন্দা বিক্রম বণিকের আট বছরের ছেলে বিরাজ বণিক। ক্যারাটের পাশাপাশি কিক বক্সিংয়েও
সে সাফল্য পেয়ে আসছে বরাবর। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরাজের সাফল্যের
বিস্তারিত তুলে ধরেন তার কোচ পিনাকী চক্রবর্তী। বর্তমানে এন এস আর সি সি ক্যারাটে কোচিং
সেন্টারে সে প্রশিক্ষণ নিচ্ছে। তিন বছর ধরে সে প্রশিক্ষণ নিচ্ছে। যেহেতু বিরাজ নর্থইস্ট
জোন প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করেছে সেহেতু সে ডিসেম্বর মাসে গোয়ায় জোন ক্যারাটে
প্রতিযোগিতায় পূর্বাঞ্চলের প্রতিনিধি হিসেবে অংশ গ্রহণ করবে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী
দুই দুইবার বিরাজকে সম্বর্ধনা প্রদান করেছেন।
akb tv news
01.11.2025

.jpeg)