নিজস্ব প্রতিনিধিঃ
জিরানিয়া ফেন্সিকান্ডে মান্তনু সাহা নামে আরও এক অভিযুক্তের তিন বাড়িতে
একসঙ্গে হানা দিল ক্রাইম ব্রাঞ্চ। সোমবার মান্তনু সাহার তেলিয়ামুড়া, অভয়নগর ও হেরিটেজ
পার্ক সংলগ্ন বাড়িতে হানা দেয় ক্রাইম ব্রাঞ্চের পুলিশ অফিসাররা।এরপর হেরিটেজ পার্কস্থিত বাড়ি থেকে মান্তনু সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য
আটক করে এনসিসি থানায় নিয়ে যায় ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী অফিসাররা। এদিন ক্রাইম ব্রাঞ্চের এক আধিকারিক জানান, জিরানিয়া
ফেন্সিকান্ডে আগরতলা জি আর পি এসে একটি মামলা হয়েছিল। এই মামলার তদন্তের জন্য আমরা
মান্তনু সাহার বাড়িতে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন
পর্যন্ত আমরা তিনজনকে গ্রেফতার করেছি বলে তিনি জানান।
akb tv news
10.11.2025

.jpeg)