নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার রাতে রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে
চারজনকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ। তবে তদন্ত সাপেক্ষে তাদের নাম প্রকাশ করেনি
পুলিশ। এদিন রাতে দু’জনের মধ্যে সাধারণ একটি বিষয়কে ঘিরে কথা কাটাকাটিকে কেন্দ্র করে উত্তেজনা
ছড়ায় বর্ডার গোল চক্কর এলাকায়। রাতেই নামানো হয় রেফ বাহিনী। মার্চ করে তারা। কোন ধরনের সাম্প্রদায়িক গন্ডগোল নয়, সাধারণ ঘটনাকে
কেন্দ্র করেই এই উত্তেজনা এবং মারপিটের ঘটনা।পরিস্থিতি এখন স্বাভাবিক।ঘটনার তদন্ত চলছে
বলে সোমবার পশ্চিম থানায় সাংবাদিক সম্মেলনে একথা জানান অ্যাডিশনাল এসপি ধ্রুব নাথ। অ্যাডিশনাল এসপি ধ্রুব নাথ ছাড়াও পশ্চিম থানার
ওসি রানা চ্যাটার্জী এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।
akb tv news
10.11.2025

