নিজস্ব প্রতিনিধিঃ
বিশ্ব মৎস্য দিবস প্রতি বছর ২১শে নভেম্বর বিশ্বজুড়ে টেকসই মৎস্য ব্যবস্থাপনা, জলজ বাস্তুতন্ত্র এবং মৎস্যজীবীদের জীবনযাত্রার গুরুত্ব তুলে ধরতে পালিত হয়। এই দিনটিকে সামনে রেখে রাজ্য মৎস্য দপ্তর শুক্রবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রী সুধাংশু দাস, তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক মিনারানী সরকার, পশ্চিম ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। মৎস্য দিবস সম্পর্কে বলতে গিয়ে সাংবাদিকদের মৎস্য মন্ত্রী সুধাংশু দাস জানান , রাজ্যের প্রায় আটানব্বই শতাংশ লোক মাছ খায়। ফলে মাছের চাহিদা অনেকটাই বেশি রাজ্যে। রাজ্য মৎস্য দপ্তর চেষ্টা করে চলেছে রাজ্যকে মৎস্য চাষে স্বয়ংসম্পূর্ণ করতে। এখনো ১০০% স্বয়ংভর করা সম্ভব হয়নি। প্রচেষ্টা চলছে আগামী কয়েক বছরের ভেতর হয়ে যাবে বলে বিশ্বাস। বর্তমানে রাজ্যে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে । উৎপন্ন হচ্ছে ৮৯ হাজার মেট্রিক টন। ফলে ঘাটতি রয়েছে। সেই ঘাটতি পূরণ হচ্ছে অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে মাছ আমদানি করে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা ও মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা এই স্কিমে রাজ্যকে স্বয়ংসম্পূর্ণ করার প্রচেষ্টা চলছে। আশা করা হচ্ছে রাজ্যকে আগামী কিছু সময়ের মধ্যে মৎস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করা যাবে।
akb tv news
21.11.2025

